Khoborerchokh logo

পীরগঞ্জে করোনা পরিস্থিতি ও একজন চাঁন মিয়া দৈনন্দিন কৃতকাজ । 131 0

Khoborerchokh logo

পীরগঞ্জে করোনা পরিস্থিতি ও একজন চাঁন মিয়া দৈনন্দিন কৃতকাজ ।


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে উদ্ভুত করোনা ‌পরিস্থিতিতে  সরকারি বে-সরকারি উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই জনসেচতনতা মূলক প্রচার,প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। পীরগঞ্জ পৌরসভার  অস্থায়ী নিয়োগকৃত কমিউনিটি ট্রাফিক পুলিশ চাঁন মিয়া তার অর্পিত দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্ব পালন করে ইতিমধ্যে এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও উপকারভোগী সুত্রে জানা যায়,চাঁন পীরগঞ্জ সদরের বাজারসহ বিভিন্ন  স্থানে যানজট নিরসনে দীর্ঘদিন ধরে কমিউনিট্রি ট্রাফিকের কাজ করে আসছে। সম্প্রতি করোনায় উদ্ভুত  পরিস্থিতিতে  তার ছোট চার্জার মোটরসাইকেল যোগে পৌরসভার পক্ষে পাড়া মহল্লায় সারাদিন সচেতনতামূলক প্রচার চালিয়ে আসছে। সে নৈশ্যপ্রহরী হিসেবেও দায়িত্ব পালন করে। সেই সুবাদে রাত-বিরাতে চাঁন মিয়া তার নৈতিক দায়িত্ব বোধ থেকে গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে। কারো প্রয়োজনীয় ঔষুধ অথবা প্রয়োজনীয় কোন কিছু লাগলেই তাকে ফোন দিলেই সে আন্তরিকতার সাথে তা সংগ্রহ করে পৌছে  দিচ্ছে বাড়ি বাড়ি। এই বিষয়ে বেশকজন উপকারভোগি জানান,পীরগঞ্জে এখন পর্যন্ত চাঁন মিয়া যা করছে তা আর কারো কাছ থেকে পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁন মিয়া বলে,মানুষের জন্য কিছু করতে পারছি তাই নিজেকে ধন্য মনে হয়।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com